দেখা হবে
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ২৮-০৪-২০২৪

তুমি চাহ যদি তবে-
বন্ধু আবার দেখা হবে,
ক্লান্ত দুপুর শেষে, শান্ত নিবির মায়াময় তরু ছায়াতে,
আঁধার লুকানো নৈশর প্রথম প্রভাতে-
যৌবন উন্মোচন মিলন মালার সহস্র কামনাতে,
বন্ধু আবার দেখা হবে, হবেই দেখা তোমার সাথে।
দেখা হবে------
যখনি এরাত ব্যস্ততা ছেড়ে শান্ত রবে।
দেখা হবে দুটি দেহের নগ্নতার অস্থির আবেশে,
প্রতিদিন প্রতিক্ষণ নিত্য নব নব বেশে।
দেখা হবে বন্ধু-
পাড়িয়ে মহা সিন্দু।
হিন্দোল ভাঙ্গা বালিচর তীরে,
বাবুই পাখির গড়া শিল্প কুটির নীড়ে।
দিবা জাগ্রত মন-মুগ্ধকর, ভাবনা বিভোর কল্পনাতে,
দেখা হবে, নিদ্রা হারা-অতলন্ত স্বপ্ন দেখা শয্যাতে।
দেখা হবে রেস্তরার গোল টেবিলে, মধ্যাহ্ন ভোজে,
ক্লান্ত হব যখন, দুজন-দুজনার খোঁজে।
হৃদয় ফ্রেমে বাঁধা চিত্রালি ছবিতে,
কবিতা লিখা শুরুর হারানো অমায়িক ভাষাতে।
দেখা হবে বৈশাখী মেলাতে,
কিংবা পাশা খেলাতে।
দেখা হবেই, মোদের হবে-
গোলাকার চক্রের সুন্দর ভবে।
জোছনার মুগ্ধ মিলন, যেথায় নিরবে মিশে যায়,
সেখানেই বাহুডোরে আমি, বঁধিব তোমায়।
আলিঙ্গন রত তব, সুঠান-সম্রাট বক্ষ মাঝে,
নীড় হারা পাখি ফিরবে যখন গোধূলি সাঁঝে।
দেখা হবে দক্ষিণা হাওয়ার এলো কেশের মাতাল বেশে,
দেখা হবে দু’জন দু’জনার অজানা দেশে।
অভিমান- অনুরাগে,
কুয়াশার চাদরে ঢাকা, হাড় কাঁপানো শান্ত মাঘে।
দেখা হবে, সাগর নদীর মিলন মেলার সীমানায়,
দেখা হবে, জানা অজানায়।
দেখা হবে বিশ্ব জয়ী প্রতিভার আশাতে,
ভাব গভীর-নিথর ভাষাতে।
হৃদয় চিন্তাই করে পালাবার সময়,
চোর-চুম্বন, হৃদয় কম্পন, অনুভুতি-মধুময়।
দেখা হবে ধ্যানে--
টই-টুম্বুর যৌবনের ভরা উজানে।
যেখানে শুধু সুখ আর সুখ,
মিলনের নিযুত কামনায়, উদ্ধেলিয়া উঠে বুক।

চির শান্তির অবকাশ,
দেখা হবে বার মাস।
অনায়াসে-অভিসারে,
দেখা হবে বারেবারে।
চলার পথে, হাতে ধরি হাত,
দেখা হবে প্রতি রাত।
পলকে-পলকে, ঝলকে-ঝলকে,
নিত্য নব প্রেমের আলোকে,
প্রয়োজনে-অপ্রয়োজনে, এক অলৌকিক মুখরিত গানে,
জানি জানি হায়, দেখা হবে শুধুই হৃদয়ের টানে।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।